১২ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, সোমবার ২৮শে ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 2 » গুপ্তচরবৃত্তির দায়ে জিয়ার বিচার হওয়া উচিত: হাছান মাহমুদ


গুপ্তচরবৃত্তির দায়ে জিয়ার বিচার হওয়া উচিত: হাছান মাহমুদ


Amaderbrahmanbaria.com : - ০৯.০৯.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর সমপর্যায়ে দাঁড় করানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে জিয়াকে স্বাধীনতা পদক দেয়া হয়েছিল, যা ছিল ন্যাক্কারজনক ঘটনা। জিয়ার পদক প্রত্যাহারের প্রতিবাদে বিএনপি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিলেও রাজধানীতে দু’একটি ছোট মিছিল ছাড়া আর কোথাও তাদের দেখা যাবে না। কেননা তারা জনবিচ্ছিন্ন দল।

শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু অ্যাকাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় হাছান মাহমুদ এ কথা বলেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে জিয়ার বিচার হওয়া উচিত। বিএনপিও মুক্তিযোদ্ধাদের দল নয়। হলে তারা স্বাধীনতাবিরোধী জামায়াতের সঙ্গে জোট করতে পারতো না। খালেদা জিয়া জামায়াতকে জোটে নেয়ার পাশাপাশি যুদ্ধাপরাধীদের সন্তানদেরও বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়েছেন। এজন্য জিয়াউর রহমানের পাশাপাশি তার সহযোগীদেরও বিচার হওয়া উচিত।

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাবের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, পাকিস্তান নিজের অখণ্ডতা নিয়েই সঙ্কটে রয়েছে। তাই পাকিস্তানকে বলবো, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলে নিজেদের অস্তিত্ব রক্ষায় মনোযোগ দিন।

সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন হারুন চৌধুরী, ইস্কান্দার মির্জা শামীম, এম এ করিম, হুমায়ুন কবির মিজি প্রমুখ।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close