মঙ্গলবার, ১৩ই জুন, ২০১৭ ইং ৩০শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২৪, ২০১৬

---

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে অবস্থানকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনরকম মন্তব্য করতে রাজি হয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধি দল। এবার ইংল্যান্ডে ফিরেই তারা জানিয়েছে, শঙ্কা রয়েছে বাংলাদেশ সফরে। সেটা মাঠের চেয়ে হোটেল আর বিমানবন্দরের পথেই বেশি।

ইংলিশ ক্রিকেটারদের থাকার হোটেল এবং সেখান থেকে স্টেডিয়ামে আসার পথকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তিন সদস্যের প্রতিনিধি দলের প্রধান রেগ ডিক্যাসন। দেশে ফিরে ইংলিশ গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

তার মতে, দুশ্চিন্তার মূল বিষয়টি হলো চট্টগ্রাম ও ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দলের থাকার মতো পর্যাপ্ত হোটেল নেই। তাছাড়া শহর থেকে স্টেডিয়াম পর্যন্ত ইংলিশ ক্রিকেট দলের বাসকে পুলিশ ও মিলিটারি পাহারায় যেভাবে নিয়ে যাওয়া হবে, সেই পদ্ধতিও নাকি সন্তুষ্ট করতে পারেনি তাকে।

ইসিবির নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান রেগ ডিক্যাসনের কাছে এই সফরের সবচেয়ে বিপদজনক মনে হয়েছে বিমানবন্দর থেকে হোটেলের পথটুকু। কারণ, এশিয়ার এমন জনবহুল একটি শহরে শতশত সুউচ্চ ভবনের কারণে নিরাপত্তার জন্য সবদিকে লক্ষ্য রাখাটাও অনেক কঠিন ব্যাপার।

এদিকে, প্রতিনিধি দলের সঙ্গে একমত পোষণ করেছে সে দেশের পররাষ্ট্র মন্ত্রালয়ও। বাংলাদেশে সফরের ব্যাপারে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশে বিদেশিদের উপর ফের হামলা হওয়ার বড় ধরণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমারা সরাসরি জঙ্গীদের লক্ষ্যবস্তুতে পরিণত পারে। যেসব জণাকীর্ণ এলাকাতে পশ্চিমা দেশের নাগরিকরা অবস্থান করছে, সেইসব এলাকাতেই এই ধরণের হামলা হওয়ার বড় ধরণের ঝুঁকি রয়েছে।’

তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে সফর করার কথা ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। কিন্তু গত জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে পাঁচজন জঙ্গীর হাতে ১৭জন বিদেশি নিহত হওয়ার পর ঝুঁকির মুখে পড়ে এই সফর।

আশার কথা হলো, এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য ইসিবি দেয়নি। রেগ ডিক্যাসন ও তার দলের দেওয়া প্রতিবেদনের উপরই নির্ভর করবে বাংলাদেশে জেমস অ্যান্ডারসন-ইয়ন মরগানরা আসবেন কিনা।

এ জাতীয় আরও খবর