শুক্রবার, ২৬শে অক্টোবর, ২০১৮ ইং ১১ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

আখাউড়া শহীদ স্মৃতি কলেজ জাতীয় করণ আনন্দ র‌্যালী

Brahmanbaria_Akhaura_pic 02আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রাচীণ বিদ্যাপীঠ শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ জাতীয় করণ হওয়ায় আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কলেজ চত্ত্বর একটি র‌্যালী বের হয়। র‌্যালিতে শিক্ষক-ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশ মানুষ অংশ নেয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক বাজারস্থ এড. সিরাজুল হক মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. আবুল কাসেম, মো. সেলিম ভূইয়া, মো. মনির হোসেন বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. আবু ছাঈদ মিয়া, সৈয়দ জামসেদ শাহ্, আ.লীগ নেতা আব্দুল হালিম হেলাম, ব্যবসায়ী মুসলেহ উদ্দিন ভূইয়া, প্রভাষক মো. সারওয়ার আলম, ফয়জুন্নেসা লিজা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম প্রমুখ। সভা শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উলে¬খ্য ১৯৭২ সালে আখাউড়া শহীদ স্মৃতি কলেজ প্রতিষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এ. এম. মোঃ ইছহাক কলেজটি প্রতিষ্ঠা করেন।

Brahmanbaria_Akhaura_pic 01