ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন, সংরক্ষণের উদ্যোগ
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। বৃহস্পতিবার সকালে তিনি শহরের দাতিয়ারা ওয়াপদা এলাকায় মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন বাঙ্কার, টর্চার সেলগুলো সরেজমিনে ঘুরে দেখেন।
পরে এ স্থাপনাগুলো সংরক্ষণে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। এ সময় তিনি বলেন, বিজয় দিবসের আগেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বধ্যভূমি ও গণকবরসহ স্মৃতিবিজরিত টর্চার সেলগুলো সংরক্ষনে চেষ্টা করা হবে।
যাতে ভবিষ্যত প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে। পরিদর্শনকালে মুক্তিযোদ্ধা গবেষক জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।