শনিবার, ৮ই জুলাই, ২০১৭ ইং ২৪শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

জিন্সের প্যান্টে ছোট পকেট থাকার কারণ কি জানেন?

AmaderBrahmanbaria.COM
মার্চ ২৪, ২০১৬

---

92-300x225বর্তমানে ফ্যাশন জীবনে পোশাকের থেকে পকেট প্রায় উঠে যেতে বসেছে। বিশেষ করে নারীদের পোশাকে, যেমন- ট্রাউজারে, কোট, শার্টের নকল পকেট বিরক্তির কারণ হয়ে দাড়ায়।
জিন্সের পকেটগুলোর কারণে প্যান্ট আলাদা রকমের সুন্দর দেখায়। সাধারণত, পেছনে দুটি পকেট, সামনে দুটি পকেট এবং সামনের একটি পকেটে আলাদা সামান্য আয়তক্ষেত্রাকার অদ্ভুত একটি পকেট থাকে।

কিন্তু অাপনি জানেন কি? এ ছোট পকেটটি কী কারণে দেয়া হয়েছে। হ্যাঁ, এটি অবশ্যই ছোট কোনো জিনিস যেমন- কয়েন রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিছুদিন আগে এটি স্মার্টফোন ব্যবহারের জন্য তৈরি হত।
জিন্স এবং টেক্সটাইল বিশেষজ্ঞরা কুয়োরা ফোরামের ওয়েবসাইটে এর সঠিক উত্তর জানতে চান।
অ্যামেরিকার নামী জিন্স ব্রান্ড লেভি স্ট্রাউসের ব্যবহারকারী রেনেটা জানোসকোভার ছোট পকেট নিয়ে প্রশ্নের উত্তর উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে।
ব্লগে তিনি লেখেন, এ পকেটটি ‘ঘড়ি পকেট’। মূলত পকেট ঘড়ি রাখার জন্য এটি দেয়া হয়েছে।
সূত্র- দ্যা ইন্ডিপেন্ডেন্ট