g মালয়েশিয়ার শ্রমবাজারের দ্বার উম্মোচিত হচ্ছে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২৫শে আগস্ট, ২০১৭ ইং ১০ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

মালয়েশিয়ার শ্রমবাজারের দ্বার উম্মোচিত হচ্ছে

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৭, ২০১৬

---

download (27)বহু প্রতিক্ষার পর অবশেষে বড় পরিসরে মালয়েশিয়ার শ্রমবাজারের দ্বার উম্মোচিত হচ্ছে। সরকার টু সরকারের (জিটুজি) পাশাপাশি বেসরকারিভাবে মালয়েশিয়ায় বিপুল সংখ্যক লোক পাঠাতে ‘জিটুজি প্লাস’ সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া প্রস্তাব সোমবার মন্ত্রিসভায় উঠছে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘জিটুজি প্লাস’ সমঝোতা স্মারকটির অনুমোদন হলে বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়ার সঙ্গে এ বিষয়ে উভয় দেশের মধ্যে সমঝোতা সইয়ে আর বাঁধা থাকবে না। এ চুক্তি সম্পন্ন হলে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো কনস্ট্রাকশন, ফ্যাক্টরি ও সেবাখাতসহ সব খাতে বিপুল সংখ্যক কর্মী পাঠাতে পারবে।
এ প্রসঙ্গে রোববার সন্ধ্যায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার জানান, সোমবার মন্ত্রিসভায় উঠবে কিনা তা সকালেই বুঝা যাবে। তবে আপনার মতো আমিও শুনেছি যে সোমবার ‘জিটুজি প্লাস’ প্রস্তাবের খসড়াটি মন্ত্রিসভায় উঠছে। এর আগে বিদায়ী বছরের ৯ নভেম্বর দুই দেশের মধ্যে অনুষ্ঠিতব্য ‘জিটুজি প্লাস’ সমঝোতা স্মারকের খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হলেও সেটি ফেরত নেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বার বার বলে আসছেন, ‘জিটুজি প্লাস’ পদ্ধতিতে কর্মী পাঠাতে উভয় দেশের মধ্যে প্রস্তুতি শেষের দিকে রয়েছে। যেকোনো মুহূর্তে মন্ত্রিসভায় অনুমোদন সাপেক্ষে উভয় দেশের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারকে সই হবে। এটি হলে ক্লিন ইমেজের রিক্রুটিং এজেন্সির মালিকরা মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবেন।
এই চুক্তির আওতায়, সরকারি ব্যবস্থপনায় মাত্র ৩৩ হাজার ৫০০ টাকা অভিবাসন ব্যয়ে ৫ বছরে ৫ লাখ কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। এজন্য সারাদেশে ১৪ লাখ কর্মী মালয়েশিয়া যেতে নিবন্ধন করেন।

এ জাতীয় আরও খবর