g মসজিদে প্রবেশ ও বের হওয়ার সুন্নাত সমূহ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১১ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৭শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

মসজিদে প্রবেশ ও বের হওয়ার সুন্নাত সমূহ

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ৩০, ২০১৫

---

মসজিদ আল্লাহ ঘর। ইবাদত-বন্দেগী করার পবিত্র স্থান। অমরা অন্তত দৈনিক পাঁচবার মসজিদে নামাজ পড়ার জন্য প্রবেশ করি। আল্লাহর দেয়া ফরজ বিধান নামাজ পালন করি। নামাজ পড়ার সাথে আমরা আরো অনেক সাওয়াব লাভ করতে পারি কিন্তু আমরা সেদিকে লক্ষ্যই করি না।

মসজিদে প্রবেশ করি,মসজিদ থেকে বের হই কিন্তু মসজিদে প্রবেশ করার ও বের হওয়ার সুন্নাতের উপর আমল করি না। প্রকৃত পক্ষে এই সব ছোট ছোট সুন্নাত পালন করলে আমাদের সাওয়াবের পাল্লা আরো বেশি ভারি হবে। কেননা আমাদের ফরজ ও ওয়াজিব আমলের যে ত্রুটি হয় তা পূর্ণ করা হবে এই সুন্নাত ও নফল আমলের মাধ্যমে। তাই অলসতা ও অবহেলা করে এই সব সুন্নাত ও নফল আমল বাদ দেয়া ঠিক না।

মসজিদে প্রবেশ করার পাঁচটি সুন্নাত
ডান পা দিয়ে প্রবেশ করা
ইতিকাফের নিয়াত করা
৩.বিস্মিল্লাহ বলা
দরুদ শরীফ পড়া
দোয়া পড়া
দোয়ার উচ্চারণ
আল্লাহুম্ মাফতাহলী আবওয়াবা রাহ্ মাতিকা
মসজিদ থেকে বের হওয়ার পাঁচটি সুন্নাত
১.বিস্মিল্লাহ বলা
দরুদ শরীফ পড়া
দোয়া পড়া
বাম পা দিয়ে বের হওয়া
৫.ডান পায়ের জুতা আগে পরা
দোয়ার উচ্চারণ
আল্লাহুম্মা ইন্নী আস আলুকা মিন ফাদলিকা

এ জাতীয় আরও খবর