বুধবার, ২৩শে মে, ২০১৮ ইং ৯ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

সরাইলে গরুচোর ও দাঙ্গাবাজের সাজা : ৬ গরু জব্দ

স্টাফ রিপোর্টার সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মধুদাশ (৩০) নামে এক গরুচোর কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে  ভ্রাম্যমাণ আদালত। মদুদাশ কিশোরগঞ্জের ইটনা উপজেলার  লাইন পাশা গ্রামের সাগর দাশের ছেলে।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম এর নেতৃত্ত্বে সরাইলের কুখ্যাত ডাকাত মানিক মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার তিন সহযোগী পুলিশকে কিল ঘুষি মেওে পানিতে ফেলে পালিয়ে যায়। এতে কন্সটেবল আবদুল আজিজ ও মোঃ হারুন অর রশিদ আহত হয়েছে। পুলিশ অপর গরুচোর মদুদাশকে ৬টি গরুসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

এদিকে গত ১৪ আগস্ট উপজেলার বিশুতারা গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে মিয়া হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। পুলিশ ওই সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকতার আলীকে  সকালে আটক করেন। পুলিশ ওই দুই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মোহাম্মদ এমরান হোসেন আকতার আলীকে ১০ মাস এবং মধুদাসকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। 

আহত দুই পুলিশ কন্সোট্রাবল আব্দুল আজিজ ও মোঃ হারুন অর রশিদ সরাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৱসা দেওয়া হয় ।

Print Friendly, PDF & Email