মোশাররফ এলজিআরডি মন্ত্রী, দফতরবিহীন আশরাফ
---
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এখন থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) সভায় অনুপস্থিত থাকায় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার গুঞ্জন উঠলেও সন্ধ্যায় বিষয়টিকে তিনি নিজেও গুজব বলে অভিহিত করেন। মন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি জানেন না। তবে মন্ত্রিপরিষদে রদবদল হচ্ছে কীনা এমন খবরও তার জানা নাই। এদিকে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি নিশ্চিত করার পর আশরাফের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মোশাররাফ হোসাইন বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেয়া হলেও মন্ত্রী থাকছেন সৈয়দ আশরাফ। তবে তার কোনো দপ্তর থাকছে না।