g কাওরান বাজারে প্রধানমন্ত্রীর গাড়ি পার হওয়ার পরই ককটেল বিস্ফোরণ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২৫শে আগস্ট, ২০১৭ ইং ১০ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

কাওরান বাজারে প্রধানমন্ত্রীর গাড়ি পার হওয়ার পরই ককটেল বিস্ফোরণ

AmaderBrahmanbaria.COM
মার্চ ৭, ২০১৫

---

5751_1ডেস্ক রির্পোট : রাজধানীর কাওরান বাজার এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর পার হওয়ার পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক যুবককে মারধর করেছে আওয়ামী লীগের কর্মীরা। ওই যুবক একজন দোকানকর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাওরান বাজার এলাকা পার হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই আন্ডারপাসের প্রবেশমুখে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় দায়িত্বরত পুলিশ সদস্য এএসআই মাহবুব আহত হন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর