শুক্রবার, ২৬শে অক্টোবর, ২০১৮ ইং ১১ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে র‌্যাব ১৪ এর সদস্যরা বিদেশী পিস্তল ও দেশী বন্দুকসহ ৭ মামলার আসামী শিপন নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে। আটক শিপন উপজেলার নূরজাহানপুর গ্রামের মনেব মিয়ার ছেলে। আজ সোমবার দুপুরে র‌্যাব ১৪ এর ভৈরব অফিসে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়, রোববার রাতে উপজেলার নূরজাহানপুর গ্রাম থেকে তাকে আটক করেন র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল নবীনগরের নূরজাহানপুর গ্রামে অভিযান চালায়।

এ সময় স্থানীয় সৈয়দ ভূইয়ার পরিত্যক্ত বাড়ির সামনে থেকে শিপনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে তার বসত বাড়ি থেকে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি একনালা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।