হাজার ফুট উঁচুতে ঝুলিয়ে নাগরিকদের শপথ পাঠ
অনলাইন ডেস্ক : মাটি থেকে প্রায় এক হাজার ফুটের উচ্চতায় (তিনশ মিটার) ঝুলিয়ে ছয় অভিবাসীকে নাগরিকত্বের শপথ পড়িয়ে বিস্ময়কর কাণ্ড করলো কানাডা। সম্প্রতি রাজধানী টরন্টোতে অবস্থিত বিশ্বের অন্যতম উচু ভবন সিএন টাওয়ারের চূড়ায় ছয়টি দেশের অধিবাসীদের এই শপথ পড়ানো হয়।
কানাডার অভিবাসন নীতিকে ব্যতিক্রমভাবে তুলে ধরার জন্যই এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন। নতুন কানাডিয়ান নাগরিকরা ভারত, আরমানিয়া, জ্যামাইকা, ইরাক, ফিলিপাইন ও ইউক্রেনের অধিবাসী ছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছেন দেশটির সংবাদমাধ্যম সিবিসি।
মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী আহমেদ হুসেন সেখানে উপস্থিত থেকে নাগরিকত্বের শপথ পড়ান। শপথ পড়ার সময় তারা ১১৬ তলা ভবনটির চূড়ায় তারের সঙ্গে ঝুলছিলেন।
তবে এবারই প্রথম ভবনের চুড়ায় এমন শ্বাসরুদ্ধকর উচ্চতায় ‘নাগরিকত্ব সপ্তাহ’ অনুষ্ঠানের আয়োজন করা হলো। অনুষ্ঠানটি ৮ই অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে।