প্রেমিকাকে দামি গিফট দিতে একশোরও বেশি বাইক চুরি!
প্রেমে পড়লে মানুষ কী না করে। কেউ কবিতা লেখেন, কেউ হয়তো বেসুরো গলাতেই গান গেয়ে যান। কোন প্রেমিক প্রেমিকাকে না পেয়ে হয়ে যান ‘দেবদাস’। প্রেমে ব্যর্থ হয়ে হিংস্র হয়ে ওঠার বা অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ার ঘটনাও খুব বিরল নয়, কিন্তু এই চার যুবক যা করল তা বিরলই বটে।
প্রেমিকারা চায় দামি গিফট। কিন্তু পকেটে নেই পয়সা এঁদের। কী করা যাবে চাহিদা পূরণ না করা গেলে আবার যে রেগেমেগে ছেড়ে চলে যেতে পারে। কী আর করা যাবে, ভেবেচিন্তে চার যুবক সিদ্ধান্ত নিল চুরি করার। উদ্দেশ্য বাইক চুরি করে চোরাই মার্কেটে বিক্রি করে টাকা জোগাড় করা। সেই টাকা দিয়ে প্রেমিকাদের চাহিদা পূরণ করা। এই মতো একবছর ধরে, প্রায় একশোরও বেশি বাইক চুরি করে ফেলেছিল এই প্রেমিক দল।
বেশ ভাল ফন্দি এঁটেই চুরি করছিল ‘মজনু’রা। উত্তরপ্রদেশ পুলিশ প্রায় একবছর ধরে পরিকল্পনা করেও তাদের ধরতে পারেনি। অবশেষে একসঙ্গে ১৯টি বাইক বিক্রি করতে গিয়ে ধরা পড়ে তাঁরা। উত্তরপ্রদেশ পুলিশ অনেক পরিকল্পনা করে ধরে তাদের।
জানা গিয়েছে, ওই চার যুবকের নাম শিবম সিং, অখিলেশ যাদব, করণ সিং বেরুই এবং সুজিত কুমার সিং। এরা চারজনই উত্তরপ্রদেশের একটি সরকারি কলেজের পড়ুয়া। জিজ্ঞাসাবাদ করতেই এরা স্বীকার করেছে, প্রেমিকার চাহিদা মেটাতেই চুরির পথে হেঁটেছে তারা।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, চুরি করা বাইক বিক্রি করে এরা বিমানের টিকিট কিনত। প্রেমিকার দাবি মতো তাদের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। বিলাসবহুল হোটেলে থাকতো এবং প্রেমিকাকে দেদারসে শপিং করে দিত। এর সঙ্গে মাঝে মাঝেই প্রেমিকার দামি গিফটের আবদার তো রয়েছেই। এসব পূরণ করতে গিয়েই হাঁটতে হয়েছে চুরির পথে।