চুক্তি সই সরকারি কর্মচারীদের গৃহঋণের
নিউজ ডেস্ক।। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংকিং খাতে ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে আরো কয়েকমাস সময় লাগতে পারে। তবে ব্যাংকগুলো যদি কম মুনাফা করে তাহলে অতি সহজে কমিয়ে আনা সম্ভব।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় অর্থমন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এই অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের গৃহঋণ প্রদানে রাষ্ট্রয়ত্ত্ব ৪ বাণিজ্যিক ব্যাংক ও হাউজ বিল্ডিং এর সঙ্গে সমঝোতা স্মরক সই করা হয়। ব্যাংক চারটি হচ্ছে- সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক। সরকারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অর্থসচিব এবং বাস্তবায়নকারী পাঁচ প্রতিষ্ঠানের কর্মকর্তারা সমঝোতা স্মারক সই করেন।
পরিপত্র অনুযায়ী, দেশের যে কোনো এলাকায় গৃহনির্মাণ, জমিসহ তৈরি বাড়ি বা ফ্ল্যাট কেনায় সরকারি চাকরিজীবীরা ঋণ পাবেন।