এই প্রথম জাতিসংঘ অধিবেশনে মায়ের সঙ্গে শিশু!
আন্তর্জাতিক ডেস্ক : তিন মাস বয়সী মেয়েশিশুকে সঙ্গে নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। এই প্রথম জাতিসংঘ অধিবেশনে কোনো শিশু তাঁর মায়ের সঙ্গে যোগ দিয়েছে।
জেসিন্ডা আরডার্ন হলেন বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সরকারপ্রধান, যিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মা হয়েছেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রথম মা হয়েছিলেন পাকিস্তানের বেনজির ভুট্টো।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেন জেসিন্ডা। তিনিই প্রথম ব্যক্তি যিনি শিশুসন্তান নিয়ে এই অধিবেশনে যোগ দিলেন। ভাষণ দেওয়ার সময় তাঁর সঙ্গী ক্লার্ক গেফোর্ড মেয়েকে কোলে নিয়ে বসে ছিলেন।
এখন মায়ের দুধ পান করে শিশু নেভ তে আরোহা। এ কারণে আন্তর্জাতিক এই সফরে তাকে সঙ্গে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।জাতিসংঘে প্রবেশের জন্য এই শিশুর জন্যও পরিচয়পত্র ইস্যু করতে হয়েছে। সূত্র: বিবিসি