স্ত্রীর সঙ্গে নাকি মিথ্যা কথা বলা জায়েয, কথাটি কতটুকু সত্য?
ইসলাম ডেস্ক।। প্রশ্ন: আসসালামু আলাইকুম। অনেকের কাছে শোনা যায় স্ত্রীর সঙ্গে নাকি মিথ্যা কথা বলা জায়েয। কথাটি কতটুকু সত্য? বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর: ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, স্ত্রীর সঙ্গে মিথ্যা বলা যায়। তবে তা সর্বক্ষেত্রে নয়। শুধুমাত্র মুহাব্বত ও ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে। অর্থাৎ অন্তরে যে মহব্বত আছে তার চেয়ে বেশি প্রকাশ করা যাবে এবং এমন কথা বলবে যা দ্বারা উভয়ের হৃদ্যতা, অন্তরঙ্গতা ও আন্তরিকতা বৃদ্ধি পায় এবং স্থায়ী হয়। এ থেকে অকল্যাণ নয় বরং কল্যাণের সূচনা হয়।
সহীহ মুসলিম, হাদীস নং ৬৭৯৯; সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৯২৩; বাজলুল মাজহূদ ১৯/১৬২; ইমাম নববী, শরহে মুসলিম ৮/১৫৭
উত্তর প্রদান করেছেন মুফতি আবুল হুসাইন, প্রধান মুফতি ও মুহাদ্দিস, আল-জামেয়াতুল ইসলামিয়া আশরাফুল উলূম মাদরাসা, নড়াইল।