এশিয়া কাপের মূল পর্বে হংকং
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ বাছাইপর্বের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো হংকং। এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে তারা।
কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে আমিরাতের দেয়া ১৭৯ রানের লক্ষ্যটা ৩ বল হাতে রেখে টপকে যায় হংকং। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ২৪ ওভারে। ৯ উইকেটে ১৭৬ রান তোলে আমিরাত। সমানসংখ্যক ওভারে হংকংয়ের সামনে নতুন করে ১৭৯ রানের টার্গেট বেধে দেয়া হয়। ১৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন উইকেটরক্ষক স্কট ম্যাককেচনি।
ওপেনিং জুটিতে ৬৪ রান (৬.১) তুলে ভালো শুরু এনে দেন নিজাকাত খান (৩৮) ও অধিনায়ক আনশুমান রাথ (২৮)। রানআউট হওয়ার আগে ৩৩ রান করেন মিডলঅর্ডারে নামা ক্রিস্টোফার কার্টার। ইহসান খানের ব্যাট থেকে আসে ২৯ রান। এর আগে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ দাঁড় করায় আমিরাত। সর্বোচ্চ ৭৯ রান করেন ওপেনার আশফাক আহমেদ। আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। পাঁচ উইকেট নেন হংকং পেসার আইজাজ খান।