রবিবার, ৯ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২৫শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

পবিত্র কোরআনের ১০টি সোনালী উপদেশ

নিউজ ডেস্ক।। মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। মহান আল্লাহর বাণী এই কোরআনুল কারিম থেকেই যুগে যুগে পথভোলা মানুষ পেয়েছে সরল পথের সন্ধান। আজ থেকে ধারাবাহিকভাবে আমরা সেই পবিত্র গ্রন্থ থেকে জানবো মাত্র ১০টি করে উপদেশ। যেগুলো বদলে দিতে পারে আমাদের জীবন। আলোকিত করে তুলতে পারে আমাদের ভবিষ্যত-

১। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে উল্লেখ করোনা এবং সত্য গোপন করোনা। [সূরা বাকারা ২:৪২]
২। সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো। [সূরা বাকারা ২:৪৪]

৩। পৃথিবীতে বিবাদ-বিশৃঙ্খলা সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:৬০]
৪। কারো মসজিদ যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:১১৪]

৫। কারো অন্ধ অনুসরণ করো না। [সূরা বাকারা ২:১৭০]

৬। প্রতিশ্রুতি ভঙ্গ করো না। [সূরা বাকারা ২:১৭৭]

৭। ঘুষ আদান-প্রদানে লিপ্ত হয়ো না। [সূরা বাকারা ২:১৮৮]
৮। সীমালংঘন করোনা কেননা আল্লাহ সীমালংঘন কারীকে পছন্দ করেন না। [সূরা বাকারা ২:১৯০]

৯। আল্লাহর রাস্তায় ব্যয় করো। [সূরা বাকারা ২:১৯৫]
১০। অনাথদের রক্ষণাবেক্ষণ করো। [সূরা বাকারা ২:২২০]