সরাইলে বিলের পানিতে যুবকের মৃতদেহ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিলের পানি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চুন্টার উত্তরপাড়া বিল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরুল হক জানান, সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে পানিতে গলে যাওয়ায় পরিচয় সনাক্ত করা যায়নি।
মৃতদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান নূরুল হক।