যাতায়াত পরিবহনের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
নিহতরা হলেন- ভৈরবের মিরারচর এলাকার বাহার উদ্দিন ( ৫০), বাজিতপুর উপজেলার সিএনজি চালক আবুল হোসেন (১৮), একই এলাকার হাফেজ মোশারফ আলী ( ২০)।
পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাতায়াত পরিবহনের একটি বাস একই দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার তিন যাত্রী। আহত হন অপর তিন যাত্রী। আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসরাম জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী বাসটি কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী অটোরিকশাটিকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়।