শুক্রবার, ২৭শে জুলাই, ২০১৮ ইং ১২ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্তের তালিকায় মেসি-রোনালদো

গত দশবছর ধরে বিশ্বসেরা ফুটবলারের অ্যাওয়ার্ড ব্যালন ডি’অর নিজেদের করে নিয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু গত দু’বছর ধরে ফিফা আলাদাভাবে বর্ষসেরার অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। আর ব্যালন ডি’অর আলাদা করে তাদের অ্যাওয়ার্ড প্রদান করছে। ফলে গত দুই বছরের ফিফা সেরার মুকুট জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) তাদের বর্ষসেরা অ্যাওয়ার্ডের জন্য দশ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। যেখানে প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার দৌড়ে আছেন ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে, আঁতোয়ান গ্রিজম্যান ও রানার্সআপ দল ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ।
বর্ষসেরা পুরুষ কোচের তালিকায় স্থান পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম, ক্রোয়েশিয়ার কোচ জ্লাটকো দালিচ, ম্যানসিটির পেপ গার্দিওলা।
এদের সকলের বর্ষসেরা ফুটবলার হওয়া না হওয়া অনেকটাই নির্ভর করছে আপনার ওপর। আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন এবছরের বর্ষসেরা ফুটবলার। ‘দ্য বেস্ট’ এর মনোনয়নের তালিকা ইতোমধ্যে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া হয়েছে।
২০১৭ সালের ৩ জুলাই থেকে ২০১৮ সালের ১৫ জুলাই পর্যন্ত পুরুষ ফুটবলারদের মধ্যে যারা অসাধারণ পারফরম্যান্স করেছেন তাদের মধ্য থেকেই সমর্থকদের ভোটে নির্বাচিত হবেন সেরা ফুটবলার। আর নারী ফুটবলে গত বছরের ৭ আগস্ট থেকে এবছরের ২৪ মে পর্যন্ত যারা নান্দনিক খেলেছেন তাদের মধ্য থেকে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হবে।
ফিফার প্যানেল (রোনাল্ডো, ফ্যাবিও ক্যাপেলো, ল্যাম্পার্ডদের নিয়ে গঠিত), তালিকাভূক্ত ক্রীড়া সাংবাদিক, ভক্ত, জাতীয় দলের কোচ ও অধিনায়করা ভোটের মাধ্যমে নির্বাচন করবেন বর্ষসেরা কোচ। অর্থাৎ ফিফার প্যানেল (২৫%), সাংবাদিক (২৫%), ভক্ত (২৫%) ও জাতীয় দলের কোচ (২৫%) তাদের মূল্যবান ভোট দিয়ে বর্ষসেরা খেলোয়াড় ও কোচ নির্বাচন করবেন। ২৪ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে ভক্ত-সমর্থকরা তাদের ভোট প্রয়োগ করতে পারবেন। সমর্থকদের ভোটের পর্ব শেষ হলেই ২৪ সেপ্টেম্বর লন্ডনে ঘোষণা করা হবে এ বছরে বিশ্বসেরা ফুটবলারের নাম।

দ্য বেস্টের জন্য নির্বাচিত পুরুষ খেলোয়াড়রা হলেন
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) রিয়াল মাদ্রিদ/জুভেন্টাস
কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম) ম্যানসিটি
আঁতোয়ান গ্রিজম্যান (ফ্রান্স) অ্যাথলেটিকো মাদ্রিদ
এইডেন হ্যাজার্ড (বেলজিয়াম) চেলসি
হ্যারি কেন (ইংল্যান্ড) টটেনহাম হটস্পার
কিলিয়ান এমবাপে (ফ্রান্স) পিএসজি
লিওনেল মেসি (আর্জেন্টিনা) বার্সেলোনা
লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া) রিয়াল মাদ্রিদ
মোহাম্মেদ সালাহ (মিশর) লিভারপুল
রাফায়েল ভারানে (ফ্রান্স) রিয়াল মাদ্রিদ

ভোট দিতে ক্লিক করুন এখানে
https://www.fifa.com/the-best-fifa-football-awards/best-fifa-mens-player/

দ্য বেস্টের জন্য নির্বাচিত নারী খেলোয়াড়রা হলেন
লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড) অলিম্পিক লিওনস
পেরনিল হারদার (ডেনমার্ক) উলফ্সবুর্গ
এদা হ্যাজার্বার্গ (নরওয়ে) অলিম্পিক লিওনস
আমনডিন হ্যানরি (ফ্রান্স) অলিম্পিক লিওনস
সামান্থা খের (অস্ট্রেলিয়া) স্কাই ব্লু/পার্থ গ্লোরি/শিকাগো রেড স্টার
সাকি কুমাজাই (জাপান) অলিম্পিক লিওনস
ডিসেনিফার মারোসান (জার্মানি) অলিম্পিক লিওনস
হুয়ান মার্তা (ব্রাজিল) ওরল্যান্ডো প্রাইড
ম্যাগান র‌্যাপিনো (যুক্তরাষ্ট্র) সেটাল রিং
ওয়েন্ডি রেনার্ড (ফ্রান্স) অলিম্পিক লিওনস

ভোট দিতে ক্লিক করুন এখানে
https://www.fifa.com/the-best-fifa-football-awards/best-fifa-womens-player/
দ্য বেস্টের জন্য নির্বাচিত পুরুষ কোচের তালিকা
মাসিমিলিয়ানো আলেগ্রি (ইতালি) জুভেন্টাস
স্তানিস্লাভ চেরশভ (রাশিয়া) রাশিয়া জাতীয় ফুটবল দল
জ্লাটকো দালিচ (ক্রোয়েশিয়া) ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দল
দিদিয়ের দেশম (ফ্রান্স) ফ্রান্স জাতীয় ফুটবল দল
রবার্তো মার্টিনেজ (স্পেন) বেলজিয়াম জাতীয় ফুটবল দল
গ্যারেথ সাউথগেট (ইংল্যান্ড) ইংল্যান্ড জাতীয় ফুটবল দল
পেপ গার্দিওলা (স্পেন) ম্যান সিটি
জুর্গেন ক্লপ (জার্মানি) লিভারপুল
দিয়াগো সিমিওনে (আর্জেন্টিনা) অ্যাথলেটিকো মাদ্রিদ
আর্নেস্তো ভালভার্দে (স্পেন) বার্সেলোনা
জিনেদিন জিদান (স্পেন) রিয়াল মাদ্রিদ

ভোট দিতে ক্লিক করুন এখানে
https://www.fifa.com/the-best-fifa-football-awards/best-fifa-mens-coach/
দ্য বেস্টের জন্য নির্বাচিত নারী কোচের তালিকা
ইমমা হায়েস (ইংল্যান্ড) চেলসি মহিলা দল
স্টেফেন লার্স (জার্মানি) উলফ্সবুর্গ
মার্ক পারসনস (ইংল্যান্ড) পোর্টল্যান্ড থর্নস
রেনাল্ড পেড্রোস (ফ্রান্স) অলিম্পিক লিওনস
অ্যালেন স্টাজসিস (অস্ট্রেলিয়া) অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল
আসাকো তাকাকুরা (জাপান) জাপান জাতীয় ফুটবল দল
ভাদাও (ব্রাজিল) ব্রাজিল জাতীয় ফুটবল দল
জর্জ ভিলদা (স্পেন) স্পেন জাতীয় ফুটবল দল
মার্টিনা ভস ট্যাকনেলবার্গ (জার্মানি) সুইজারল্যান্ড জাতীয় ফুটবল দল
সারিনা উইগম্যান (নেদারল্যান্ড) নেদারল্যান্ড জাতীয় ফুটবল দল