প্রকাশ্যে চুমো, এটি প্রচলিত সমাজে গ্রহণযোগ্য নয় : সুব্রত চৌধুরী
সম্প্রতি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের টিএসসিতে বৃষ্টিতে ভেজা এক তরুণ-তরুণীর চুমো খাওয়ার ছবি ভাইরাল হওয়া ছবিটি সোশ্যাল মিডিয়াসহ অন্যান্য গণমাধ্যমে ভাইরাল হয়েছে। এর পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা।
এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, প্রকাশ্যে চুমো খাওয়ার বিষয়ে আইনগত কোন বাধা নেই। তবে এটি আমাদের প্রচলিত সমাজে গ্রহণযোগ্য নয়। সামাজিক দৃষ্টিতে অশ্লিলতা ছড়ায়। এটি আমাদের দেশের সংস্কৃতি সমর্থন করেনা।
ছবি তোলার বিষয়ে তিনি বলেন, প্রত্যেকেরই নিজস্ব বলে কিছু রয়েছে। কারো অনুমতি ছাড়া ছবি তোলা উচিৎ না। অনেকে হুট করেই সেলফি তোলে ফেলে। এর জন্যও অনুমতি নেওয়া প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।