লাওসে জলবিদ্যুৎ বাঁধ ধসে নিখোঁজ শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক : লাওসে একটি জলবিদ্যুতের বাঁধ ধসে শতাধিক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এবিসি লাওস নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পূর্বের আত্তাপিউ প্রদেশের সান সাই জেলা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে কর্মকর্তারা নৌকা নিয়ে গেছেন। এ ব্যাপারে সংবাদমাধ্যমটি বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি।
সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, নদীর একটি তীর উপচে দ্রুত গতিতে পানি প্রবেশ করছে এবং গ্রামবাসীকে নীরবে তা দেখতে হচ্ছে।
লাওস নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার রাতে বাঁধটি ধসে পড়ে এবং ছয়টি গ্রাম বন্যায় প্লাবিত হয়।‘বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে এবং শতাধিক লোক এখনো নিখোঁজ রয়েছে’ বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ছয় হাজার ৬০০ এর বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। শিপিয়ান-শি-নামের ওই বাঁধটি কী কারণে ভেঙ্গে পড়েছে তা জানা যায়নি।