ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাককে আটকের অভিযোগ
রাজধানীর বনানী এলাকা থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে উঠিয়ে নেয়ার অভিযোগ করেছে তার পরিবার।
ইসহাকের পরিবারের বরাত দিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-বৃত্তি ও ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক মো. মোশারেফ হোসেন মুশু বলেন, রোববার রাত ১১টার দিকে বনানী এলাকায় একটা ঘরোয়া কর্মসূচি থেকে ইসহাক সরকারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ২০-২৫জন সাদা পোশাকধারী তিনটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে উত্তরার দিকে রওনা করে।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল ইসহাক সরকারকে গ্রেফতার করা হয়েছে দাবি করে ফেসবুকে স্টাটাস দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্র : জাগো নিউজ