[bangla_day], [english_date] [bangla_date]

রাজধানীতে ৫ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি আটক

রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ৫ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল গাড়ি আটক করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে গুলশান-১, রোড নং-১১২ এ থেকে টয়োটা ল্যান্ড ক্রজার ভি ৮ ব্রান্ডের গাড়িটি আটক করা হয়। গাড়িটির কোন নম্বর প্লেট ছিল না। গাড়িটির সিসি-৪৬০৮। মডেল-২০১৩।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম জানান, গাড়িটিতে একটি চিরকুট পাওয়া যায়। চিরকু লেখা ছিল- ‘আমি স্বেচ্ছায় গাড়িটি রাস্তায় রেখে গেলাম। কিন্তু, আমি গাড়িটির আমদানিকারক নয়। আমদানিকারককে আইনের আওতায় নেয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিকট বিনীত অনুরোধ রইল। আমি দেশের আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’

তিনি আরো জানান, অভিযানকালে মালিক গাড়িটি ফেলে রেখে চলে যান। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে কাস্টমস আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা গৃহীত হবে।

এ জাতীয় আরও খবর

রোহিঙ্গাদের সহায়তায় ৮০০ কোটি টাকা অনুদান দিচ্ছে এডিবি

‘বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা রিপোর্ট প্রকাশ হবে’

প্রধানমন্ত্রীর সহায়তা চায় তরিকুলের পরিবার

একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ ঘোষণা

২০২০-২১ কে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রী (ভিডিও)