মন্ত্রী রাশেদ খান মেনন হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন রাস্তায় পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে মন্ত্রী মিন্টু রোডের তার সরকারি বাসভবনের সামনের রাস্তা দিয়ে হাঁটছিলেন। এসময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।
বিষয়টি নিশ্চিত করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এমআই প্রধান জানান, বর্তমানে মন্ত্রী স্কয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে চিকিৎসারত অবস্থায় আছেন। মন্ত্রীর বা পায়ের হীপ জয়েন্টের হাড় ভেঙে গেছে। হাসপাতালের ডাক্তার অতিদ্রুত সার্জারি করতে নির্দেশনা দিয়েছেন।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর ১২ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। ওইদিনই বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গত ৩ জানুয়ারি মন্ত্রিসভার রদবদলের সময় রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়।