রবিবার, ৮ই জুলাই, ২০১৮ ইং ২৪শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

খাবার খাওয়াতে গিয়ে হাঙরের মুখে যুবতী, এরপর… (ভিডিও)

নিজের হাতে হাঙরকে খাবার খাওয়াচ্ছিলেন ৩৪ বছরের যুবতী। হঠাৎ ওই হাঙরই তার পা ধরে টান দেয়। অনেক কষ্টে প্রাণে বেঁচে গেলেন ওই যুবতী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ডুগং সমুদ্রসৈকতের কাছে কিম্বারলে এলাকায়। পার্থের বাসিন্দা মেলিসা ব্রুনিং বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে হাঙরদের নিজের হাতে খাবার খাওয়ানোর পাটাতনে দাঁড়িয়ে ছিলেন তিনি। ওই সময় এক সঙ্গে তিন-চারটি হাঙর সেখানে ছিল। কিন্তু হাতের খাবারের বদলে হাঙর তার পা টেনে ধরে। তৎক্ষণিকভাবে তার সঙ্গী তাকে হাঙরের মুখ থেকে রক্ষা করেন।মেলিসা জানিয়েছেন, ওই সময় একটা অসম্ভব রকমের চাপ অনুভূত হচ্ছিল। মনে হচ্ছিল সমস্ত হাড়গোড়গুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। আমার আঙুল পর্যন্ত খেয়ে ফেলেছে ওই হাঙর।

এটা তার অনুভূতির কথা হলেও বাস্তবে তার আঙুল অক্ষতই আছে। তবে হাঙরের দাঁতের ধারে কেটে যাওয়া ও লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তার এমনটা মনে হচ্ছে বলেই চিকিৎসকরা জানিয়েছেন।