আর্জেন্টিনা-আইসল্যান্ড লড়ছে সমানতালে, খেলাটি সরাসরি দেখুন…
স্পোর্টস ডেস্ক।। শক্তিমত্তায় স্পষ্টতই এগিয়ে আর্জেন্টিনা। তবে কম যাচ্ছে না আইসল্যান্ডও। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসিদের সঙ্গে সমানতালে লড়ছে দলটি।
ম্যাচের ১৯ মিনিটের মাথায় গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন আগুয়েরো। তবে আর্জেন্টাইনদের বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেয়নি আইসল্যান্ড। চার মিনিট পরেই আইসল্যান্ডকে সমতায় ফেরান ফিনবোগাসন। প্রথমার্ধ শেষে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
১৭ মিনিটের মেসির শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে গোল থেকে বিরত রাখেন আইসল্যান্ডের গোলরক্ষক। তবে দুই মিনিট পর আগুয়েরোকে রুখতে পারেননি তিনি। হজম করেন গোল।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় গ্রুপ ডির আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ। আলবিসেলেস্তেদের সেরা একাদশের কোচ সাম্পাওলি জানিয়েছিলেন গতকালই। আইসল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে ফরোয়ার্ড হিগুয়েইনের পরিবর্তে আগুয়েরোর ওপর ভরসা করেছেন কোচ। তবে বদলি খেলোয়াড় হিসেবে নামতে পারেন হিগুয়েইন। পাউলো দিবালাও সাইড বেঞ্চে বসে আছেন হিগুয়েইনের মতো।
সাম্পাওলি আক্রমণভাগে ভরসা রেখেছেন ডি মারিয়া-মেসি-আগুয়েরোর উপর। এ ত্রয়ীই আজ সাম্পাওলির তুরুপের তাস। আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন কাভালেরো, তাগলিয়াফিকো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস রোহো, এডুয়ার্ডো সালভিও, মাসচেরানো, বিগলিয়া, ম্যাক্সিমেলানো মেঝা, মেসি, ডি মারিয়া ও আগুয়েরো।
২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থ হন আর্জেন্টাইন তারকা। আজ থেকে শুরু হলো মেসিদের রাশিয়া বিশ্বকাপের মিশন। প্রথমেই পেরোতে হবে গ্রুপ পর্বের কঠিন বাধা। এ বিশ্বকাপের ‘ডেথ গ্রুপে’ থাকা আর্জেন্টিনার জন্য কাজটা সহজ হবে না। জ্বলে উঠতে হবে মেসিসহ দলের সব খেলোয়াড়কেই।
‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।