বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ঈদের ফাঁকা রাস্তায় বেপরোয়া যান, মামলা ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঈদের আমেজ এখনো কাটেনি। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। আর এই ফাঁকা রাস্তায় কিছু চালক বেপরোয়াভাবে যানবাহন চালিয়ে ট্রাফিক আইন ভাঙছেন। কিন্তু তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ।

আরও : উল্টাপাল্টা ফল হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপে : প্রধানমন্ত্রী

ডিএমপি নিউজে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপি’র ট্রাফিক বিভাগ ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযানকালে ৩৯২টি মামলায় ও ২,৪৭,৪৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ১টি গাড়ি ডাম্পিং ও ৭৪টি গাড়ি রেকার করা হয়।

রবিবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

উল্টাপাল্টা ফল হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপে : প্রধানমন্ত্রী

বৃষ্টিপাত বাড়বে আগামী দু’দিনে

স্পেন দ্বিতীয় রাউন্ডের পথে ইরানকে হারিয়ে

নেইমার খেলবেন কোস্টারিকার বিপক্ষে

ট্রেন শিডিউলে বিপর্যয়, বিমানবন্দর স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল করল স্পেন, খেলাটি সরাসরি দেখুন…