বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ওষুধের দোকান

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিপণী বিতানে আগুন লেগে ওষুধের দোকান পুড়ে গেছে। সোমবার রাত ১০টার দিকে পৌর শহরের পুরাতন জেল রোডস্থ ব্রাহ্মণবাড়িয়া স্কুল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এছাড়াও আগুনে দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে রাত সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরও : ইভা অনুপ্রেরণা, গান আমার আশ্রয় : মাহফুজুর রহমান

ওই বিপণী বিতানে হাসপাতাল, ওষুধের দোকান, লাইব্রেরি, কনফেকশনারি, অফসেট প্রেস ও মুদি দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা না গেলেও প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক শারফুল আহসান ভূইয়া সাংবাদিকদের জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। পরে আশুগঞ্জ থেকে আরেকটি ইউনিট এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

রাশিয়া বিশ্বকাপে ডোপিং কন্ট্রোল টিমে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ডা. মাতিন

নারী ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন শেখ হাসিনা

সংসদে অর্থমন্ত্রী, ব্যাংকের আমানত ও সুদে হার নির্ধারণে সরকার হস্তক্ষেপ করে না

অনুমোনের জন্য একনেকে উঠছে কাল, ভূমি অধিগ্রহণে ১৪শ’ কোটি টাকা ব্যয় বাড়ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে

বিশ্বকাপে আজ মাঠে নামবে যেসব দল

চীনের সঙ্গে নিরস্ত্রীকরণ নিয়ে সফল আলোচনা হয়েছে: উ.কোরীয় সংবাদমাধ্যম