বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

মেসি প্রসঙ্গে এবার একটু নরম সুরে ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক।। আইসল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার সেই ম্যাচের কথা মনে পড়লে ফুটবলপ্রেমীদের এখনো বুকের ভিতর খোঁচা লাগছে৷ বিশ্ব মঞ্চে মেসির পেনাল্টি থেকে গোল হাতছাড়া করাটা যেন কিছুতেই মেনে নেয়া সম্ভব হচ্ছে না৷ কিন্তু তারপরই আর্জেন্টিনা বিরোধী ও মেসিবিরোধীরা যেন হাতে চাঁদ পেয়েছেন৷ নেটদুনিয়া ভরেছে অজস্র ট্রোলে৷ তবে নিন্দুকরা যাই বলুন, এমন পরিস্থিতিতে মেসির পাশেই দাঁড়িয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাডোনা৷ বললেন, একটি নয়, আমিও পাঁচ পেনাল্টি মিস করেছি৷ তা সত্ত্বেও তিনি মারাডোনা৷

হ্যাঁ, এমন কথা সবার পক্ষে বলা সম্ভব নয়৷ বলা শোভাও পায় না৷ কারণ আর্জেন্টিনাকে তিনি যা দিয়েছেন, তার ধারে কাছে কেউ পৌঁছাতে পারেননি৷ আর তাই তার নিজের দেশ নিয়ে যখন সমালোচনা হচ্ছে, তখন মুখ বুজে থাকতে পারেননি তিনি৷ কোনও একটা ম্যাচের পারফরম্যান্স দিয়ে যেমন মারাদোনাকে বিচার করা যায় না, তেমনই পেনাল্টি থেকে একবার গোল মিস করলে মেসির ফুটবল দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা চলে না৷ এমনটাই মনে করেন মারাডোন৷

আরও : ইভা অনুপ্রেরণা, গান আমার আশ্রয় : মাহফুজুর রহমান

পেশায় পরিচালক হানেস হ্যালডরসনের মধ্যে যেন কোনো মায়াবী শক্তি ভর করেছিল সেদিন৷ আর তাই বিশ্বের সেরা তারকার শট আটকে আইসল্যান্ডের নায়ক হয়ে উঠেছিলেন তিনি৷ মারাদোনার মতে, বিশ্বকাপের মঞ্চে এমনটা হতেই পারে৷ ১২ গজ দূর থেকে শট নিতে ভুল হতেই পারে৷ তারও হয়েছিল৷ এমনকী পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে পেনাল্টি থেকে গোল করার নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে অনেকটাই এগিয়ে মেসি৷

১৯৮৬-র বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলছেন, “আমি টানা পাঁচটা পেনাল্টি মিস করেছিলাম৷ তা সত্ত্বেও আমি দিয়েগো আর্মান্দো মারাডোনা৷ আর শুধু পেনাল্টি মিস করার জন্যই যে দল দু’পয়েন্ট খুইয়েছে, এমনটাও নয়৷ বরং ড্রয়ের জন্য কোচ সাম্পাওলিকেই দায়ী করছেন মারাডোনা৷ তার মতে, সাম্পাওলিকে কোচে দায়িত্বে আনাটাই আর্জেন্টিনার ভুল সিদ্ধান্ত৷

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ইভা অনুপ্রেরণা, গান আমার আশ্রয় : মাহফুজুর রহমান

উল্টাপাল্টা ফল হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপে : প্রধানমন্ত্রী

বৃষ্টিপাত বাড়বে আগামী দু’দিনে

স্পেন দ্বিতীয় রাউন্ডের পথে ইরানকে হারিয়ে

নেইমার খেলবেন কোস্টারিকার বিপক্ষে

অবশেষে মাইক্রোবাস পেলেন নারী ক্রিকেটাররা