রবিবার, ১৭ই জুন, ২০১৮ ইং ৩রা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

টেলিভিশনে ঈদের যত অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক: ঈদকে ঘিরে টেলিভিশন চ্যানেলগুলো বর্নাঢ্য আয়োজনের ব্যবস্থা করে। দর্শকদের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে আয়োজনের কমতি রাখে না চ্যানেলগুলো। সিনেমা, নাটক, সঙ্গীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠানসহ থাকে আরো বাহারি অনুষ্ঠান।

টেলিভিশন চ্যানেলগুলোর ঈদের অনুষ্ঠান নিয়েই আমাদের এই আয়োজন। চলুন জেনে নেয়া যাক, কোন চ্যানেলে কী অনুষ্ঠান কবে প্রচার হবে…

ঈদের দিন

বৈশাখী টেলিভিশন:

সকাল ১১টায় ঈদের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সোনালী দিনের স্বর্ণালী গান’। নওশাবার উপস্থাপনায় এতে গান পরিবেশন করবেন নন্দিতা, বৃষ্টি ও উপমা। দুপুর ১টায় ‘শুধু সিনেমার গান’। দুপুর ২টা ২০ মিনিটে বাংলা সিনেমা ‘ভালবাসা দিবি কিনা বল’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাত দিনের ধারাবাহিক ‘ঘরজামাই’। মারুফ মিঠুর পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মীর সাব্বির, নীলাঞ্জনা ও মনিরা মিঠু প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে সাতদিনের ধারাবাহিক ‘হাই প্রেসার-২’। আদিবাসী মিজানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া, ফারুক আহমেদ, আ খ ম হাসান ও জামিল প্রমুখ।

চ্যানেল আই:

সকাল ১০টা ৪০মিনিটে সেলিব্রেটি শো ‘পূরবী ঈদ আনন্দ’। উপস্থাপনায় কেকা ফেরদৌসি। বেলা ১১টা ৩০ মিনিটে টেলিমুভি ‘কবির হোসেন একজন কাপুরুষ’। রাগিব শাহরিয়ারের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, শবনম ফারিয়া, আজাদ, সোহেল খান, আহসান হাবিব নাসিম প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার বাংলা ছবি ‘কালের পুতুল’। বিকাল ৫টা ৪০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ছায়া হয়ে তবু পাশে রইবো’। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘ভবঘুরে’। ফেরদৌস হাসানের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন তাহসান, লাক্স তারকা মিম মানতাশা, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘ফেইসবুকে বিবাহ’। সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয়, মৌসুমী হামিদ, শর্মীমালা ও জেবা অনিকা প্রমুখ।

বাংলাভিশন:

সকাল ১০টা ১০ মিনিটে বাংলা চলচ্চিত্র ‘লাভ ম্যারেজ’। দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাভিশন ঈদ আয়োজন, উপস্থাপনা: নওশীন। দুপুর ২টা ১০ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘তোমাকেই খুঁজছি’; রচনা ও পরিচালনা: মোহন খান; অভিনয়ে: সজল, অহনা, তাজিন আহমেদ ও লীনা আহমেদ প্রমুখ। বিকাল ৫টা ১৫ মিনিটে সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর অংশগ্রহণে কক্সবাজারে ধারণকৃত ভিন্নধর্মী অনুষ্ঠান ‘আনন্দময় দিনে শাকিব খানের সাথে’। রাত ৭টা ৫০ মিনিটে নাটক ‘ছাত্র’; রচনা ও পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ; অভিনয়ে: তৌসিফ মাহবুব, তানজিন তিশা, সৌভিক ও সিয়াম নাসির প্রমুখ। রাত ৮টা ৪০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ফেয়ার প্লে’; পর্ব-১; রচনা: পলাশ মাহবুব; পরিচালনা: আবু হায়াত মাহমুদ; অভিনয়ে: জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, তিশা, আব্দুল্লাহ রানা ও শাহেদ আলী সুজন প্রমুখ।

এটিএন বাংলা:

সকাল ৮টায় টেলিফিল্ম ‘পত্র মিতালী’; রচনা: বৃন্দাবন দাস; পরিচালনা: সালাহউদ্দীন লাভলু। সকাল ৯টা ৩০ মিনিটে ১০ পর্বের ধারাবাহিক নাটক ‘প্লাটফর্ম; রচনা: সেজান নূর, পরিচালনা: সর্দার রোকন। সকাল ১০টা ৩০ মিনিটে বাংলা সিনেমা ‘সুইটহার্ট’; পরিচালনা: ওয়াজেদ আলী সুমন; অভিনয়ে: বাপ্পী, মীম, রিয়াজ, দিতি, প্রবীর মিত্র, শম্পা রেজা প্রমূখ। দুপুর ২টা ২০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘আনন্দ হিল্লোল’; পরিচালন: নাহিদ রহমান। বিকাল ৩টায় বাংলা সিনেমা ‘প্রিয়া আমার জান’; পরিচালনা: রাজু চৌধুরী; অভিনয়ে: শাকিব, অপু বিশ্বাস, মিশা সওদাগর। সন্ধ্যা ৬টায় ১০ পর্বের ধারাবাহিক নাটক ‘তোমার চোখে দুচোখ রেখে’; রচনা: শফিকুর রহমান শান্তনু, পরিচালনা: বি ইউ শুভ। রাত ৮টায় খন্ড নাটক ‘চুটকি ভান্ডার’; পরিচালনা: শামীম জামান; অভিনয়ে: আ খ ম হাসান, আলভী, শামীম জামান, সাজু খাদেম, তুষ্টি, জয়রাজ ও অহনা প্রমূখ। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘মহব্বত বেপারী ওয়ারেন্টি গ্যারান্টি’; রচনা ও পরিচালনা: সাজ্জাদ হোসেন দোদুল।

ঈদের দ্বিতীয় দিন

বৈশাখী টেলিভিশন:

সকাল ১১টায় ঈদের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সোনালী দিনের স্বর্ণালী গান’। দিঠি আনোয়ারের উপস্থাপনায় গান পরিবেশন করবেন সালমা ও আশিক। দুপুর ২টা ২০মিনিটে বাংলা সিনেমা ‘হৃদয়ের কথা’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাত দিনের ধারাবাহিক ‘ঘরজামাই’। মারুফ মিঠুর পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মীর সাব্বির, নীলাঞ্জনা ও মনিরা মিঠু প্রমুখ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সাত দিনের ধারাবাহিক ‘ব্রেক ফেইল-৩’। আকাশ রঞ্জনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সাজু খাদেম, মিশু সাব্বির, সিদ্দিকুর রহমান, অহনা, রুমি প্রমুখ। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক ‘মায়া গাছ’। অনন্য ইমন পরিচালিত এই নাটকে আছেন রওনক হাসান ও সুমাইয়া শিমু। রাত ১০টা ৩০ মিনিটে সাত দিনের ধারাবাহিক নাটক ‘মিস আমলাপাড়া’। মিলন ভট্ট পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মিলন ভট্ট, শখ, কচি খন্দকার ও জামিল প্রমুখ।

চ্যানেল আই:

সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার বাংলা ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’। দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘রোদ্দুরে পেয়েছি তোমার নাম’। রাজিবুল ইসলাম রাজিবের পরিচালনায় এতে অভিনয় করেছেন পূর্ণিমা, মামনুন ইমন, প্রাণ রায়, রাইসুল ইসলাম আসাদ ও সাবেরী আলম প্রমুখ। বিকাল ৪টা ৩০ মিনিটে ‘কৃষকের ঈদ আনন্দ’। পরিচালনা ও উপস্থাপনায় আছেন শাইখ সিরাজ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘অমিত্রাক্ষর’। আবুল হায়াতের পরিচালনায় এতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, ইরফান সাজ্জাদ ও আবুল হায়াত প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘একটি রঙিন দিন’। রাজিব রসুলের পরিচালনায় এই নাটকে অভিনয়হ করেছেন সালাহউদ্দিন লাভলু, উর্মিলা শ্রাবন্তী কর, ফারুক আহমেদ, দিলারা জামান ও সোহেল খান প্রমুখ।

বাংলাভিশন:

সকাল ১০টা ১০ মিনিটে বাংলা চলচ্চিত্র ‘পুড়ে যায় মন’; অভিনয়ে: পরীমনি, সাইমন, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘জলসাঘর’; রচনা ও পরিচালনা: জাকারিয়া সৌখিন; অভিনয়ে: অপূর্ব, মেহজাবীন চৌধুরী, জাকিয়া বারী মম প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে স্বল্প বিরতির বাংলা চলচ্চিত্র ‘এক টাকার দেনমোহর’; অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, সুচরিতা, সোহেল রানা, নতুন প্রমুখ। রাত ৭টা ৫০ মিনিটে ঈদ উপলক্ষে স্বল্প বিরতির নাটক ‘দোহাই লাগে লায়লা’; রচনা: প্রিন্স এ আর; পরিচালনা: খায়রুল পাপন; অভিনয়ে: জন, তিশা প্রমুখ।

এটিএন বাংলা:

সকাল ৮টা ৩০ মিনিটে নাটক ‘কালো চিঠি’; রচনা: মাসুম শাহরিয়ার; পরিচালনা: চয়নিকা চৌধুরী। সকাল ১০টা ২৫ মিনিটে বাংলা সিনেমা ‘আরো ভালোবাসবো তোমায়’; পরিচালনা: এস এ হক অলিক; অভিনয়ে: শাকিব খান, পরীমনি, চম্পা, সাদেক বাচ্চু, ববি প্রমূখ। বিকাল ৩টায় বাংলা সিনেমা ‘ঢাকা অ্যাটাক’; পরিচালনা: দীপঙ্কর দীপন; অভিনয়ে: মাহিয়া মাহি, আরিফিন শুভ, আলমগীর, আফজাল হোসেন, মিশা সওদাগর। রাত ৮টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘নূরুল আলমের বিয়ে’; রচনা: বদরুল আনাম সৌদ; পরিচালনা: আরিফ খান; অভিনয়ে: আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা। রাত ১০টা ৩০ মিনিটে সঙ্গীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’; পরিচালনা: রুমানা আফরোজ। রাত ১১টা ৩০মিনিটে টেলিফিল্ম ‘ধন্যবাদ স্যার’; রচনা ও পরিচালনা: আকাশ রঞ্জন।

ঈদের তৃতীয় দিন:

বৈশাখী টেলিভিশন:

সকাল ১১টায় ঈদের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সোনালী দিনের স্বর্ণালী গান’। উপমার উপস্থাপনায় এতে গান পরিবেশন করবেন রাফাত ও বিন্দুকণা। দুপুর ১টায় ‘শুধু সিনেমার গান’। দুপুর ২টা ২০ মিনিটে বাংলা সিনেমা ‘প্রেমিক নাম্বার ওয়ান’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাত দিনের ধারাবাহিক ‘ঘরজামাই’। মারুফ মিঠুর পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মীর সাব্বির, নীলাঞ্জনা ও মনিরা মিঠু প্রমুখ। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক ‘বিয়ে হইতে সাবধান’। লিটু সোলায়মান পরিচালিত এ নাটকে আছেন আমিরুল হক চৌধুরী, আল মনসুর, হাসান জাহাঙ্গীর, নাজিরা মৌ ও দিলু প্রমুখ। রাত ১১টা ৪৫মিনিটে বাংলা সিনেমা ‘দুই বধু এক স্বামী’।

চ্যানেল আই:

সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার বাংলা ছবি ‘আলতাবানু’। অরুণ চৌধুরী পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান ও সাবেরী আলম প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘কখন থামবে কোলাহল’। হিমেল আশরাফ পরিচালিত এ নাটকে আছেন নুসরাত ইমরোজ তিশা ও ইরফান সাজ্জাদ প্রমুখ। বিকাল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘সুর সতীন’। সাইদুর রহমান রাসেলের পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মেহজাবিন চৌধুরী, আল মনসুর ও ডলি জহুর প্রমুখ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘বাবার জুতা’। তানিয়া আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাফা কবির, এ্যালেন শুভ্র ও মোমেনা প্রমুখ।

বাংলাভিশন

সকাল ১০টা ১০ মিনিটে বাংলা চলচ্চিত্র ‘ভালোবাসা এক্সপ্রেস’; অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস, মিম চৌধুরী, আহমেদ শরিফ প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘গুলনেহার’; রচনা ও পরিচালনা: অনিমেষ আইচ; অভিনয়ে: ভাবনা, রওনক হাসান, লুৎফর রহমান জর্জ, রুনা খান, অ্যালেন শুভ্র, দিলারা জামান প্রমুখ। বিকাল ৫টা ১৫ মিনিটে ঈদ উপলক্ষে উপমহাদেশের বরেণ্য সঙ্গীত ও অভিনয় ব্যক্তিত্ব অঞ্জন দত্তের সাথে তার গান, সিনেমা ও নানা অজানা বিষয় নিয়ে অনুষ্ঠান ‘বেলা বোস তুমি পারছ কি শুনতে’; উপস্থাপনা: মিথিলা। রাত ৭টা ৫০ মিনিটে স্বল্প বিরতির নাটক ‘নীল গ্রহ’; রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়ে: মাহফুজ আহমেদ, অপি করিম প্রমুখ। রাত ৯টা ৫ মিনিটে স্বল্প বিরতির নাটক ‘তোমাকে চাই’; রচনা: মেহরাব জাহিদ; পরিচালনা: মুরসালিন শুভ; অভিনয়ে: মোশাররফ করিম, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, অপর্না ঘোষ, স্নিগ্ধা মোমিন প্রমুখ।

এটিএন বাংলা

সকাল ৮টা ৩০ মিনিটে নাটক ‘রোমিও জুলিয়েট’; রচনা: সারওয়ার রেজা জিমি; পরিচালনা: তুহিন হোসেন। সকাল ১০টা ২৫ মিনিটে বাংলা সিনেমা ‘দেহরক্ষী’; পরিচালনা: ইফতেখার চৌধুরী; অভিনয়ে: মারুফ, ববি, মিলন, কাজী হায়াৎ, প্রবীর মিত্র। দুপুর ১টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘ঈদ এসেছে; পরিচালনা: নাহিদ রহমান। বিকাল ৩টায় বাংলা সিনেমা ‘সোনা বন্ধু’; পরিচালনা: জাহাঙ্গীর আলম সুমন; অভিনয়ে: পরীমনি, ডিএ তায়েব ও পপি। রাত ৮টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘রমজান ভাই পাবলিক ফিগার’; রচনা: আপেল মাহমুদ; পরিচালনা: শেখ সেলিম; অভিনয়ে: জাহিদ হাসান, তানিয়া বৃষ্টি, আব্দুল্লাহ রানা ও কাদেরী।

Print Friendly, PDF & Email