রবিবার, ১৭ই জুন, ২০১৮ ইং ৩রা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

চিত্রনায়িকা সাদিয়া আফরিন গ্রেপ্তার

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা সাদিয়া আফরিনকে গ্রেপ্তার করেছে সিআইডি (অর্গানাইজড ক্রাইম)। সিনেমা বানানোর কথা বলে আড়াই কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সাদিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার শারমিন জাহান (লিগ্যাল অ্যান্ড মিডিয়া সেল)। গত মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকা থেকে সাদিয়া ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার শারমিন জাহান বলেন, মিজানুর রহমান খাঁন নামের এক ব্যক্তির সঙ্গে সাদিয়ার পরিচয় হয় ২০১৩ সালে। পরিচয়ের সূত্রে সাদিয়া বলে যে, ‘আমার স্বামী বিদ্যুৎ কুমার সাহা ওরফে সৌরভ সিনেমা প্রযোজনা করেন এবং মিজানুর রহমানকে বলে যে, আমাদের নির্মিত ছবিতে বিনিয়োগ করলে ব্যাপক লাভবান হবেন।’

শারমিন জাহান আরও বলেন, বিশ্বস্ততা ও সিনেমার নানান লাভ দেখিয়ে সাদিয়া ও তার স্বামী তাদের কাছে মিজানুর রহমানকে তিন কোটি টাকা সিনেমায় বিনিয়োগ করতে প্রলুব্ধ করে। যার পরিপ্রেক্ষিতে মিজানুর রহমান পর্যায়ক্রমে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন সময়ে সর্বমোট দুই কোটি ৫০ লাখ টাকা তাদের প্রদান করে। বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর তাদের বারবার তাগাদা দিলেও সিনেমা না বানিয়ে টালবাহানা শুরু করেন সাদিয়া । এরপর টাকা ফেরত চাইলে সাদয়িা সাফ জানিয়ে দেন, তিনি টাকা দিতে পারবেন না।

এর পর মিজানুর রহমান তাদের বিরুদ্ধে একটি মামলা করে। মামলাটি সিআইডি গ্রহণ করার পর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর তত্ত্বাবধানে সিআইডি অর্গানাইজড ক্রাইমের (সিরিয়াসক্রাইম স্কোয়াড)একটি বিশেষ দল সাদিয়া ও স্বামীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গত ২১ মে রাজধানীর মিরপুর থানায় মিজানুর রহমান বাদি হয়ে ৪২০ ও ৪০৬ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি সিআইডিতে হস্তান্তরের পর গত ১২ জুন কথিত এই নায়িকাকে গ্রেপ্তার করা হয়।

সাদিয়া আফরিনের কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে ‘ক্রাইম রোড’ ও ‘শোধ-প্রতিশোধ’ নামের দুটি সিনেমার কাজের পাশাপাশি একটি সিনেমার আইটেম গানেও পারফর্ম করেছেন তিনি।

Print Friendly, PDF & Email