সালাহ উরুগুয়ের বিপক্ষে খেলবেন
ডেস্ক রিপোর্ট: রাশিয়া বিশ্বকাপে মিশরের প্রথম ম্যাচেই মোহামেদ সালাহর খেলা প্রায় নিশ্চিত বলে জানিয়েছেন দলটির কোচ এক্তর কুপের।
একাতেরিনবুর্গে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় উরুগুয়ের মুখোমুখি হবে মিশর। ‘এ’ গ্রুপে তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব।
গত মাসে ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কাঁধে চোট পান লিভারপুলের আক্রমণভাগের খেলোয়াড় সালাহ। এতে তার বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
আরও : বাংলাদেশিদের ১২ বছর অপেক্ষা করতে হবে মার্কিন গ্রিনকার্ড পেতে
সালাহ এরই মধ্যে চোট কাটিয়ে উঠেছেন। তাই বিশ্বকাপের শুরু থেকেই এই ফরোয়ার্ডকে পাওয়ার আশা করছে মিশর।
কোচ কুপের বলেন, “সত্যিই সালাহ অনেক ভাল করছে। সে খুব দ্রুত চোট কাটিয়ে উঠেছে।”
“আমরা দেখবো আজকের দিনটা (বৃহস্পতিবার) কেমন যায়। আমি আপনাদেরকে প্রায় শতভাগ নিশ্চিত করতে পারি, আজ বা আগামীকাল নাটকীয় কিছু না ঘটলে সে খেলবে।”
সূত্র: বিডিনিউজ