ঈদে ঘরমুখী মানুষের দূর্ভোগ কমাতে ট্রাফিক পুলিশের বিশেষ উদ্যোগ
আরও : বাংলাদেশিদের ১২ বছর অপেক্ষা করতে হবে মার্কিন গ্রিনকার্ড পেতে
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মনবাড়িয়া : ঈদে ঘর মুখী মানুষের ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ব্রাক্ষনবাড়িয়া ট্রাফিক পুলিশ। গত এক সপ্তাহ ধরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী, সুলতানপুর, বিরাশার মোড়, ঘাটুরা, সুহিলপুর সহ শহরের ফকিরা পুল, কুমাড়শিল মোড়, ট্যাংকের পার এ রকম বেশ কয়েকটি স্থানে দিন রাত সড়ক যানজট মুক্ত রাখতে জেলা ট্রাফিক পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ সময় তাদের পক্ষ থেকে অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়ন করে ওয়ান ওয়ে সড়কও চালুৃ করা হয়েছে। রাস্তায় চলাচল কারী বেশ কয়েকজন পথচারী জানান, ট্রাফিক পুলিশ শহরকে যানজট মুক্ত রাখতে সব জায়গায় দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত লোকজন শহরে ঢুকছে প্রতিনিয়ত এরই মধ্যে তারা যানজন মুক্ত শহর রাখতে অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন। তাদের এই উদ্যোগকে আমরা প্রশংসা জানায়। এ ব্যাপারে জেলা টিআই (প্রশাসন) আহম্মদ নুর বলেন, পুলিশ সুপার মহদয়ের নির্দেশে ঈদে ঘর মুখি মানুষের যাত্রা যেন কোন ভোগান্তি না থাকে সেজন্য মহাসড়কে সুহিল পুর থেকে সুলতানপুর পর্যন্ত আমরা সারাক্ষন কাজ করছি।এছাড়া শহরের বাড়তি লোকের চাপ সামলাতে কাউতলী থেকে ট্যাংকের পাড় পর্যন্ত ৪/৫টি স্থানে অতিরিক্ত পুলিশ দিয়ে শহরকে যানজট মুক্ত রাখতে শতভাগ চেষ্টা করা হচ্ছে। যেন মানুষ স্বাচ্ছন্দবোধ করে ঈদের কেনা কাটা করতে পারে।