বিশ্বকাপের জমকালো উদ্বোধন
স্পোর্টস ডেস্ক।। জমকালো অনুষ্ঠান দিয়ে উদ্বোধন হল ফুটবল বিশ্বের মহাযজ্ঞ রাশিয়া বিশ্বকাপ। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হয় ২১ তম বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। তবে সন্ধ্যা সাড়ে ৭টায় থেকেই শুরু হয়ে যায় অন্যন্য পর্ব। ফিফা প্রেসিডেন্টের জিয়ান্নি ইনফান্তিনোর ভাষণের মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান পর্ব।
আরও : বাংলাদেশিদের ১২ বছর অপেক্ষা করতে হবে মার্কিন গ্রিনকার্ড পেতে
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার আধ ঘণ্টা আগে এবারের বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেছিলেন ২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ অধিনায়ক ইকার ক্যাসিয়াস। রাশিয়ার মাঠের প্রথম বিশ্বকাপের পর্দা ওঠার শুরুটা হয়েছিল সেখান থেকেই।
এরপর মস্কোর মাঠে ঢোকেন আইদা গারিফুলিনা। রুশ এই নারী শিল্পী থাকতে থাকতেই মাইক্রোফোনে হাতে দেখা মেলে ইংলিশ তারকা রবি উইলিয়ামসের। মাঝে ৩২ দেশের পতাকা নিয়ে করা হয় মাঠ প্রদক্ষিণ। সঙ্গে ৫০০ নৃত্যকর্মী আর জিমন্যাস্টদের মনোমুগ্ধকর নৈপুণ্য তো ছিলই।