৪৪৪ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
নিউজ ডেস্ক।। বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বেসামরিক স্থায়ী/ অস্থায়ী পদে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও পদসংখ্যা
১) ল্যাবরেটরী এ্যাসিসটেন্ট-০১ টি
২)ড্রাইভার/ এমটি ড্রাইভার-১০ টি
৩)উচ্চমান করণিক-০৩ টি
৪) হিসাব রক্ষক-০১ টি
৫) অফিস করণিক-৩২ টি
৬)ষ্টোরম্যান-১০ টি
৭)ক্যাটালগার-০২ টি
আরও : বাংলাদেশিদের ১২ বছর অপেক্ষা করতে হবে মার্কিন গ্রিনকার্ড পেতে
৮)অফিস গুদাম রক্ষক-০১ টি
৯)ড্রাফটসম্যান-০১ টি
১০)সুপারভাইজার-০১টি
১১)হেড মেকানিক-০১ টি
১২)আন স্কীল্ড ম্যান(ইউএসএম)/ শ্রমিক-৫৩ টি
১৩) ফার্ম লেবার (বুলক কার্ট ড্রাইভার/ নিরাপত্তা প্রহরী)-০২ টি
উপরোক্ত ১৩ টিসহ মোট ৫০ টি পদে মোট ৪৪৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
আবেদনের নিয়ম : আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে ওয়েবসাইট www.army.mil.bd এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: দৈনিক সমকাল (১৪ জুন, ২০১৮)