বৃহস্পতিবার, ৫ই এপ্রিল, ২০১৮ ইং ২২শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

পাকিস্তানের বেলুচিস্তানে ৪ খ্রিস্টানসহ নিহত ১০

পাকিস্তানের খনিজ সম্পদের রাজধানীখ্যাত বেলুচিস্তান প্রদেশে ৪জন খ্রিস্টানসহ নিহত অন্তত ১০জন। প্রাদেশিক রাজধানী কোয়েটায় তিনটি ভিন্ন ভিন্ন ঘটনায় হতাহতের ঘটনাগুলো ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ও নিরাপত্তা বাহিনী।

কোয়েটা শহরের একটি অটোরিক্সায় গুলি চালালে হতাহতের প্রথম ঘটনাটি ঘটে, সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত ৪জন নিহত হয়। পুলিশ এই হামলার জন্য সন্ত্রাসী ও ব্যক্তিগত শত্রুদের দায়ী করছে বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।

একই রকম আরো একটি ঘটনায় আরো অন্তত ৫জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা। কোয়েটায় দুর্বৃত্তের হামলায় আরো একজন নিহত হলে হতাহতের সংখ্যা বেড়ে ১০এ দাঁড়ায়।

কোপার, জিংক ও প্রাকৃতিক গ্যাসে পূর্ণ বেলুচিস্তান পার্শ্ববর্তী দেশ ইরান ও আফগানিস্তানের জন্য খুবই গুরুপূর্ণ। তাই এই এলাকাটির নিরপত্তা নিয়ে আঞ্চলিক দেশগুলোও খুব উদ্বিগ্ন।

উল্লেখ্য, গত এক দশকে এই গুরুত্বপূর্ণ প্রদেশটিতে বিভিন্ন সন্ত্রাসী হামলায় অন্তত ২হাজার ২শ’ মানুষ নিহত হয়েছে। আনাদোলু এজেন্সি, রয়টার্স

Print Friendly, PDF & Email