শুক্রবার, ৬ই এপ্রিল, ২০১৮ ইং ২৩শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী বস্তু ইকারাস নক্ষত্রের সন্ধান

নিউজ ডেস্ক : পৃথিবী থেকে ৯০০ কোটি আলোকবর্ষ দূরের নিঃসঙ্গ নক্ষত্র ইকারাসের খোঁজ পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বলা হচ্ছে, এটি এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে দূরবর্তী বস্তু। নক্ষত্রটি থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছুতে ৯০০ কোটি বছর সময় লাগে।

নাসার বিজ্ঞানীদের দাবি, এর আগে যে নক্ষত্রের অবস্থানকে দূরতম বলে মনে করা হত, ইকারাস তার চেয়েও ১০০ গুণ দূরে রয়েছে। নাসা দাবি করেছে, তারা নক্ষত্রটির স্পষ্ট নীলচে আলো সনাক্ত করতে সক্ষম হয়েছে। এটি সম্ভব হয়েছে হাবল স্পেস টেলিস্কোপের অসামান্য দৃষ্টিশক্তির কারণেই।

বিজ্ঞানীরা বলেন, মহাবিশ্বের জন্ম হয়েছিল আজ থেকে ১ হাজার ৩৭০ কোটি বছর আগে। সেই হিসেবে সদ্য-আবিষ্কৃত এই নক্ষত্রটি মহাবিশ্বের বয়সের তিন-চতুর্থাংশ সময় আগেকার।

৯০০ কোটি বছর আগে আলো পাঠিয়েছিল ইকারাস। যা সম্প্রতি পৃথিবীতে এসে পৌঁছেছে। ফলে এর অস্তিত্ব সম্পর্কে জানা গেছে। তবে সেটি এখনো মহাবিশ্বে টিকে আছে কি না, তা বের করতে হলে আরো গবেষণার প্রয়োজন।

Print Friendly, PDF & Email