এতোটা খুশি আগে কখনো হইনি : মালালা
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় সাড়ে ৫ বছর আগে তালেবানের গুলিতে আহত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন মালালা ইউসুফজাই। সম্প্রতি নিজ বাড়িতে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী এ তরুণী। সোয়াত উপত্যকায় পৌঁছে শান্তিতে নোবেল বিজয়ী মালালা বলেন, এতোটা খুশি আগে কখনো হয়নি। খবর দ্য ইন্ডিপেনডেন্ট।
৩১ মার্চ শনিবার ৩টা ৫৭ মিনিটে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট দিয়ে মালালা ইউসুফজাই লেখেন- ‘আমার পরিবারের বাড়িটি দেখে খুব খুশি লাগছে। আমার পরিবার আর বন্ধুদের সঙ্গে যেই মাটিতে কাটিয়েছি, সেই মাটিতে আবার পা রাখতে পেরে খুব আনন্দ হচ্ছে।’
শনিবার সোয়াতে তিনি নিজের শহরে ঘুরে বেড়ান। এ সময় তার অনুভূতি জিজ্ঞেস করা হলে এএফপিকে তিনি বলেন, ‘আমি চোখ বন্ধ করে সোয়াত ছেড়েছিলাম। আর এখন খোলা চোখ নিয়ে আবার সোয়াতে ফিরে এসেছি।’
শুক্রবার জিওটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে মালালা জানিয়েছেন, পড়ালেখা শেষ হলে স্থায়ীভাবে তার পাকিস্তান ফিরে আসার ইচ্ছা রয়েছে। ২০১২ সালের পাকিস্তানের সঙ্গে আজকের পাকিস্তানের বিশাল পার্থক্য রয়েছে বলেও তিনি জিওটিভিকে জানান।
একদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান জানিয়ে মালালা বলেন, ‘পড়ালেখা শেষ হলে আমি পাকিস্তানে ফিরে আসব। কারণ এটাই আমার দেশ। অন্য পাকিস্তানির মতো আমারও সমান অধিকার আছে।’
উল্লেখ্য, সোমবার কাতার এয়ারলাইন্সের কিউআর-১৫ ফ্লাইটে ইসলামাবাদ থেকে ব্রিটেনের উদ্দেশে পাকিস্তানের মাটি ছেড়েছেন নোবেলজয়ী ও শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই৷ ফ্লাইটটি কাতারের দোহা বিমানবন্দরে যাত্রা বিরতি নেবে।