শাকিব খান হাসপাতালে, তবে শঙ্কামুক্ত
বিনোদন প্রতিবেদক : শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। গতকাল বৃহস্পতিবার দুপুরে কিছুটা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইফুর ইসলাম লেনিন জানান, ‘ডা. ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন শাকিব খান। এই তারকার শারীরিক অবস্থা গুরুতর নয়। দুই থেকে তিন দিন বিশ্রামে থাকতে হবে।’
এদিকে শাকিবের একটি ঘণিষ্ঠ সূত্র শুক্রবার সকালে জানিয়েছেন, শাকিবের অবস্থা এখন কিছুটা ভালো। চিকিৎসক যখন বলবেন তখনই তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে।
শাকিব গত বছরও ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, নিয়মিত চিকিৎসার জন্য তিনি এখানে আসেন। গুরুতর কিছু না হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই আবার কাজে ফিরে যান। কিন্তু গত বছর তাকে কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল।
জানা গেছে, টানা সিনেমার শুটিং করছেন শাকিব খান। কিছুদিন আগেই কলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির শুটিং করে দেশে ফিরেই চট্টগ্রামে গিয়ে ‘সুপারহিরো’ ছবির শুটিং করছিলেন। গত বুধবার চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে বিকেলে ঢাকায় ফিরে নিজের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন।
কিছুদিন পরই স্কটল্যান্ডে যাবেন শুটিংয়ের কাজে। এছাড়া ব্যক্তি জীবনে অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়েও নানা জটিলতায় রয়েছেন শাকিব। কাজের চাপ আর ব্যক্তি জীবনের জটিলতার জন্যই শাকিব মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত রয়েছেন।