কলম্বোতে আজ দারুন শুরুর আভাস দিয়েও তৃতীয় ওভারেই সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। দলীয় ২০ রানে জয়দেব উনাড়কাটের বলে ১৪ রানে যুজবেন্তদ্র চাহালের হাতে ধরা পড়েন তিনি। এরপর ম্যাচের পঞ্চম ওভারে ব্যক্তিগত ১৫ রানে ফিরে যান তামিম ইকবাল।
মুশফিক ও লিটন দাস জুটি গড়ার আভাস দিলেও তা বেশিদূর এগোতে পারেনি। ৩১ রানের জুটি ভাঙ্গে মুশফিকের বিদায়ের মাধ্যমে। যাওয়ার আগে ১৪ বলে ১৮ রানের ইনিংস খেলে যান। ক্রিজে এসে ৮ বল মোকবেলা করলেও ১ রানের বেশি করতে পারেননি দলনায়ক মাহমুদুল্লাহ।
লিটন দাস দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ৩০ বল থেকে। সাব্বির রহমান বেশ দেখেশুনে খেলে ২৬ বলে ৩০ রানে ফিরে যান। শেষের দিকে তাসকিন ৭ রান করে দলকে ১৩৯ রানের পুজি এনে দেন।
ভারতের পক্ষে জয়দেভ উনারকট ৩টি, বিজয় শঙ্কর ২টি, চাহাল ও শার্দুল ঠাকুর ১টি করে উইকেট পান।