বীর মুক্তিযোদ্ধা নিধুরাম দত্তকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও উপজেলা সদরের দত্ত বাড়ির নিবাসী নিধুরাম দত্ত (৬১)বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে পরলোকগমন করায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়েছে। মৃত্যুকালে তিনি চার ভাই পাচঁ বোন রেখে গেছেন। তিনি চিরকুমার ছিলেন। আজ বৃহস্পতিবার(৮ মার্চ)সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে রাষ্ট্রীয় সম্মানা প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তার পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান।
এসময় বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকী,বীর মুক্তিযোদ্ধা সোহরাব মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদিরসহ মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে দত্তবাড়ির পারিবারিক শশ্মানে তাঁর সৎকার সম্পন্ন করা হয়। তার মুত্যুতে বীর মুক্তিযোদ্ধাগণ গভীর শোক প্রকাশ করেছেন।