জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে লন্ডনে অবস্থান কর্মসূচি
নিউজ ডেস্ক : অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের ওপর বর্বর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে লন্ডনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
লন্ডনের প্রগতিশীল সংগঠনসমূহের উদ্যোগে স্থানীয় আলতাব আলী পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে এ সংহতি সমাবেশে মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ও যুব সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন ।
প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে যুক্তরাজ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ যুব ইউনিয়ন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ মেডিকেল সোসাইটি , সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট । সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় উপদেষ্টা মুক্তিযোদ্ধা রফিকুল হাসান খান জিন্নাহ ।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন লোকমান হুসাইন হোসেন, মাহমুদ এ রউফ, হাবিব রহমান,আমান উদ্দিন,ময়নুল রহমান বাবুল, আবুল মনসুর লিলু, হারুনুর রশিদ, হামিদ মোহাম্মদ, হারুন অর রশীদ, নিছার আহমদ, ইঞ্জিনিয়ার ইফতারুল ইসলাম, মতিয়ার চৌধুরী, আফতাব হোসেন, আনসার আহমেদ উল্লাহ, মোহাম্মদ শাহিদ আলী, সৈয়দ রাকিব, এডভোকেট ইউসূফ শেখ, মোহাম্মদ আব্দুল হাদী, আসাদুল হক আজাদ, রেদওয়ান খান, ফখরুল ইসলাম, সাংবাদিক তানভীর আহমেদ, নাজনীন সুলতানা শিখা, পুষ্পিতা গুপ্ত, স্মৃতি আজাদ,শিপলু রহমান, শাহরিয়ার বিন আলী, ইফতেখারুল হক পপলু, অসীম চক্রবর্তী, এনামুল হক যুবের, পিযুস কুরী, সুজিত দাস, সুমন দাস, সিনথিয়া আরেফিন, অতীশ দীপঙ্কর, টুটুল ভৌমিক, বিশ্বজিৎ রায় অপু প্রমুখ ।
এ সমাবেশ থেকে বক্তারা জাফর ইকবালের ওপর হামলাকারী হিসেবে গ্রেফতার হওয়া দুর্বৃত্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এ ঘটনার হোতা মৌলবাদী অপশক্তিকে খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।