বুধবার, ২৩শে মে, ২০১৮ ইং ৯ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

পপ সঙ্গীত শুনে এক চীনা নারীর কোমা থেকে ফেরা!

গান শোনার মধ্য দিয়ে মন ভাল হওয়ার বিষয়টি স্বাভাবিক। তবে গান শুনে জীবন ফিরে পাওয়ার মত অলৌকিক ঘটনার জন্ম দিল এবার চীনের ২৪ বছর বয়সী এক তরুণী। চারমাস কোমায় থাকার পর তাইওয়ানের জনপ্রিয় শিল্পীর কন্ঠে পপ সঙ্গীত শুনে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসে এ তরুণী। সম্প্রতি চীনের এক সংবাদমাধ্যমে ঘটনাটি প্রকাশের পর অনেকটা তোলপাড় শুরু হয়ে যায় গণমাধ্যম জুড়ে।

গত নভেম্বর থেকে চাইনিজ এ তরুণীর ব্রেইন অক্সিজেনের অভাবে অচল হয়ে পড়ায় কোমায় চলে যান। এক পর্যায়ে দায়িত্বরত নার্স তাকে জায় চ্যো নামের এক জনপ্রিয় শিল্পীর কণ্ঠে ‘রোজমেরি’ নামের একটি গান শোনায়। গান শুনে ভাল লাগতে পারে নিছক এ অনুমান থেকেই গান শুনিয়েছিলেন সমবয়সী ওই নার্স। পরবর্তীতে গানটি সারা ফেলে সেই তরুণীর ওপর।

ঐ প্রতিবেদনে জানা যায়, সেই তরুণী এখন অনেকটাই সুস্থ। এমনকি গত মার্চ থেকে তিনি নিজের সহজ সহজ কাজগুলো একাই করতে পারছেন। ইয়ন, এসসিপিএম

Print Friendly, PDF & Email