বুধবার, ২৩শে মে, ২০১৮ ইং ৯ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’

 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,  যুব সমাজ ও তাদের মেধা বাঁচিয়ে রাখতে মাদক নিয়ন্ত্রণ এখন জরুরী হয়ে পড়েছে। পুরো জাতীর জন্য মাদক এখন উদ্বেগের বিষয়।
রোববার দুপুরে রাজধানী গুলিস্তানে জিরো পয়েন্টে র‌্যাবরে মাদক বিরোধী বিশেষ ক্যাম্পেইনের স্টিকার উদ্বোধনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকবিরোধী এই অভিযান শুরু হয়েছে। যে কারণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। এই অভিযানের শ্লোগান হচ্ছে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’। তিনি বলেন, এই যুদ্ধে জনগণেরই জয় হবে। তবে যার যার অবস্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যেভাবে জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান চলছে, তেমনি মাদকের বিরুদ্ধেও এই নীতি অনুস্বরণ করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।
এসময় আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, র‌্যাব ডিজি বেনজীর আহমেদসহ পুলিশ ও র‌্যাবের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও র‌্যাব ডিজি কয়েকটি বাসে ক্যাম্পেইনের স্টিকার সাঁটিয়ে দেন।
Print Friendly, PDF & Email