করনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আনুশকা!
বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। বলিউডে এ অভিনেত্রীর অভিষেকের গুঞ্জন অনেকদিন থেকেই উড়ছে। সম্প্রতি স্বনামধন্য প্রযোজক ও ধর্মা প্রোডাকশনের কর্ণধার করন জোহর তাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আনুশকা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
একটি সূত্রের দেয়া তথ্যমতে, করন তার নতুন একটি প্রজেক্টে আনুশকাকে নিতে চাইছিলেন, কিন্তু এ অভিনেত্রীর কাছে সিনেমার চরিত্র যথেষ্ট আকর্ষণীয় মনে হয়নি। ফলে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। সিনেমাটি ফিরিয়ে দেয়ার আগে এ নিয়ে প্রভাসের সঙ্গে আলোচনাও করেছেন আনুশকা।
একই কারণে ইমতিয়াজ আলীরতামাশা সিনেমাটিও ফিরিয়ে দিয়েছিলেন আনুশকা। পরবর্তীকালে এতে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। তবে বক্স অফিসে সাফল্য পায়নি সিনেমাটি।
কয়েকদিন আগে প্রকাশিত খবরে জানা যায়, প্রভাসকে নিয়েও সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন করন জোহর। তিনি চেয়েছিলেন তার হাত ধরেই বলিউডে পা রাখুক বাহুবলি অভিনেতা। কিন্তু সিনেমার জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক চাওয়ায় তাকে নিয়ে সিনেমা করার পরিকল্পনা বাদ দেন করন।