g রোহিঙ্গা প্রত্যাবর্তনে জোরালো পদক্ষেপ নিতে আহ্বান দীপু মনির | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২৬শে অক্টোবর, ২০১৭ ইং ১১ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবর্তনে জোরালো পদক্ষেপ নিতে আহ্বান দীপু মনির

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ২৪, ২০১৭
news-image

---

নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক মহলকে আরও জোরালো পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি।

সোমবার জাতিসংঘ সদর দফতরে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

তিনি এ সময় বলেন, নির্যাতনের মুখে জীবন বাঁচাতে রাখাইন প্রদেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পর্যাপ্ত নিরাপত্তা ও মর্যাদার সাথে তাদের নিজ ভূমিতে ফেরত নিতে হবে। এর কোনো বিকল্প নেই। এজন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।

এদিন জাতিসংঘ সদর দফতরে মিয়ানমার ও জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ডা. দীপু মনি।

তিনি সবচেয়ে ঘনবসতিপূর্ণ বাংলাদেশে এই উদ্বাস্তু সংকটের প্রভাবের কথা তুলে ধরে বলেন, জাতিসংঘসহ সব আন্তর্জাতিক মহলকে এ সমস্যা সমাধানে জোর ভূমিকা রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় রাখাইন রাজ্যের বিপুলসংখ্যক এই বাস্তুচ্যুত মানুষকে আর আশাহত করতে পারে না।

বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি বর্তমানে সরকারি সফরে নিউইয়র্কে অবস্থান করছেন।