g রাখাইনে ত্রাণকর্মীদের রোহিঙ্গাশিবিরে যেতে বাধা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৮শে অক্টোবর, ২০১৭ ইং ১৩ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

রাখাইনে ত্রাণকর্মীদের রোহিঙ্গাশিবিরে যেতে বাধা

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ২৬, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইনে ‘জাতিগত নিধন’ অভিযানের শিকার মুসলিম রোহিঙ্গাদের একটি শিবির পরিদর্শনে যেতে ত্রাণকর্মীদের বাধা দিয়েছে একদল বৌদ্ধ বিক্ষোভকারী।

বুধবার আঞ্চলিক প্রশাসক ও একজন মানবাধিকার কর্মী রয়টার্সকে জানান, রাজ্যের মধ্যাঞ্চলীয় মাইবুন শহরে বৌদ্ধ সম্প্রদায়ের বিক্ষোভের মুখে দাতব্য সংস্থা ‘রিলিফ ইন্টারন্যাশনালের’ (আরআই) একটি দলকে বাস্তুচ্যুত মুসলিমদের একটি শিবির পরিদর্শনে যেতে দেয়া হয়নি। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন প্রবাসী রাখাইনের অন্তত ১০ জন্য ওই দলটিতে ছিল।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাখাইনে গত ২৪ অাগস্ট রাতে কয়েকটি সেনা-পুলিশ চৌকিতে হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নতুন করে দমন অভিযানে নামে। এরপর গত দুই মাসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এর আগে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, রাখাইনে মুসলিমশিবিরে খাদ্য সহায়তা বিলম্বিত হচ্ছে এবং শুধু বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের শিবির পরিদর্শন করার অনুমতি দেওয়া হচ্ছে।

মিয়ানমারে ‘রিলিফ ইন্টারন্যাশনালের’ পরিচালক সামির মালহা এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এ জাতীয় আরও খবর