g মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৪ জনের লাশ দেশের পথে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৮শে অক্টোবর, ২০১৭ ইং ১৩ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৪ জনের লাশ দেশের পথে

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ২৬, ২০১৭
news-image

---

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৪ বাংলাদেশি শ্রমিকের লাশ বৃহস্পতিবার দেশে আসছে।

বুধবার রাতে পর্যটন দ্বীপ পেনাং থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভূমিধ্বসে নিহত কক্সবাজারের মো. আবদুর রহমান ও মো. হোসেন মিয়ার লাশ আসছে।

বৃহস্পতিবার সকালে তাদের লাশ শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে।

মাগুরার নূর আলম ও যশোরের মনিরুল ইসলামের লাশ অন্য আরেকটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে বলে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।

পেনাং রাজ্যে বাংলাদেশ দূতাবাসের কন্স্যাল জেনারেল দাতো ইসমাইল নিহত চার শ্রমিকের মালিকপক্ষের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়া শেষ করে তাদের লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেন।

দূতাবাসের শ্রম কাউন্সেলর মো. সায়েদুল ইসলাম দুর্ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জানান, এ ধরনের বিপজ্জনক কর্মপরিবেশে কাজ করানোর ক্ষেত্রে নিয়ম-কানুন কেন মেনে চলা হয়নি তার জবাব এবং উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

২১ অক্টোবর মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পর্যটন দ্বীপ পেনাং রাজ্যের জার্জটাউন এলাকায় একটি নির্মাণ প্রকল্পে ভূমিধসে কয়েকজন বাংলাদেশিসহ ১৪ শ্রমিক নিহত হন।